Contact For add

Fri, Oct 7 2016 - 12:00:00 AM UTC প্রচ্ছদ >>

Bangladesh lost in the win, Bangladeshজিততে জিততেই হেরে গেল বাংলাদেশ

জিততে জিততেই হেরে গেল বাংলাদেশ

 

হলি টাইমস রিপোর্ট :

প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচটি যেন হেলায় হেরেছে বাংলাদেশ।

ইংল্যান্ডের আট উইকেটে করা ৩০৯ রানের জবাবে বাংলাদেশ সব উইকেট হারিয়ে করে ২৮৮ রান।

ইংল্যান্ডের জেক বল একাই বাংলাদেশের পাঁচটি উইকেট নেন।

ম্যাচের একটা পর্যায় পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশই খেলায় জিততে যাচ্ছে।

ইমরুল কায়েক আর শাকিব আল হাসানের পার্টনারশীপ একটা পর্যায়ে বাংলাদেশের স্কোর নিয়ে যায় চার উইকেটে ২৭১।

কিন্তু শাকিব আল হাসান আউট হওয়ার পরই যেন খেলার গতি ঘুরে যায়।

একের পর এক বাংলাদেশের উইকেট পড়তে থাকে। শেষ সতের রানে পড়ে ছয়টি উইকেট।

ইংল্যান্ডের জেক বল ৫১ রানে পাঁচটি উইকেট নেন।

বাংলাদেশের ইমরুল কায়েস ১১২ রানের সেঞ্চুরি করেও শেষ রক্ষা করতে পারেন নি।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এটি ছিল বাংলাদেশের প্রথম খেলা। ঢাকার মিরপুরে খেলা দেখতে মাঠে ভিড় করেছিলেন প্রচুর দর্শক।



Comments

Place for Advertizement
Add