Sun, Sep 7 2014 - 12:00:00 AM +06

বিচারপতিদের অভিশংসন বিল সংসদে উঠছে কিছুক্ষণ পরেই


News Image



সংসদ প্রতিবেদক :
বিচারকদের অপসারণে সংসদের দুই-তৃতীয়াংশ বা গড়িষ্ঠতার সমর্থন রেখে আজ রোববারই সংবিধানের ষোড়শ সংশোধন বিল উত্থাপিত হচ্ছে। বিকেল পাঁচটায় বসছ দশম সংসদের তৃতীয় অদিবেশন। ক্ছিুক্ষণ পড়েই  আইনমন্ত্রী আনিসুল হক, বিচারপতিদের অভিশংসন’ ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যে  বিলটি উত্থাপন  করবেন।
এই বিলে বিরোধীতা করার প্রস্তুতি নিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের ফোরাম।
দশম সংসদের তৃতীয় অধিবেশনের পঞ্চম দিনে উত্থাপিত হতে যাওয়া এই বিলে বলা হয়েছে, প্রমাণিত অসদাচরণ বা অসামর্থের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যুন্য দুই- তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে  প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতিত বিচারককে অপসারিত করা যাবে না। তবে কোন বিচারকের অসাদচরণ বা অসমর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে।
এ ছাড়াও কোন বিচারক, রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন। মূলত: ৭২ এর সংবিধানে বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত যে বিধান সংবিধানে ছিল তাই ফিরিয়ে আনা হচ্ছে  এই সংশোধনীর মাধ্যমে।
বিলে বিচারকদের বয়স বর্তমান বয়স ৬২ থেকে ৬৭ বছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছেন, গত মঙ্গলবার ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা পড়েছে। বিলটিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক  বিলটি উত্থাপনের পরে এটি পাঠানো হবে আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে। অধিকতর যাচাই- বাছাই শেষে কমিটি এ নিয়ে প্রতিবেদন দেবে। পরে  চূড়ান্তভাবে পাসের জন্য বিলটি সংসদে উত্থাপন করা হবে। এ অধিবেশন চলাকালেই বিলটি পাস হবে বলেও জানা গেছে।
নবম সংসদেও বিচারপতিদের অভিসংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়। ২০১২ সালে তৎকালীন স্পিকার  আব্দুল হামিদের একটি রুলিংকে কেন্দ্র করে একজন বিচারপতির মন্তব্যের পর বিচারপতিকে অপসারণের দাবি তোলেন কয়েকজন সংসদ সদস্য।
তখন থেকেই বিচারপতিদের  অভিসংশনের ক্ষমতা ফিরিয়ে আনার দাবি ওঠে। এছাড়া সংবিধানের ১৫তম সংশোধনী চূড়ান্ত করার আগেও বিশেষ সংসদীয় কমিটিতে  বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।
অনেক আলোচনার পর সংবিধানের ষোড়শ সংশোধনী হিসেবে বিচারকদের অভিশংসন বিলটি উত্থাপিত হচ্ছে আজ।

 ৭ সেপ্টেম্বর ২০১৪ / নাগ /