Thu, Mar 13 2014 - 12:00:00 AM +06

তাঁতীবাজারে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই


News Image
ঢাকা : রাজধানীর তাঁতীবাজার এলাকায় বায়তুল মোকারমের একটি স্বর্ণের দোকানের কর্মচারীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে দুই জন গুরুতর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা বায়তুল মোকারম মার্কেটের ৬৩ পলক জুয়েলার্সে কর্মচারী। তাদের নাম রাকিব (২৪) এবং সুমন (২৮)। গুলিবিদ্ধ রাকিব জানান, দুপুর দেড়টার দিকে তারা রিক্সা যোগে বায়তুল মোকারম দোকানের জুয়েলারির অর্ডার দেয়ার জন্য তাঁতীবাজারের যাচ্ছিলেন। এসময় প্রসন্ন পদ্মার লেনের মাথায় তারা রিক্সা থেকে নামার পরই পাঁচ ছয় থেকে জন সন্ত্রাসীর একটি দল তাদের উপর গুলি চালিয়ে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, তাদের কাছে ১০ লাখ টাকা ছিল। জুয়েলার্সের মালিক নিখিল চন্দ্র জানান, দুই কর্মচারীকে ১০ লাখ টাকা নিয়ে তাঁতীবাজারে পাঠানো হয়েছিল। পথের মধ্যে তারা সন্ত্রাসী হামলার শিকার হয় বলে শুনেছি। কতোয়ালী থানার এসআই মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হলি টাইম্‌স ডটকম/ ১৩মার্চ ২০১৪)