ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের উপ-পরিচালক আহসান আলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে রমনা মডেল থানা থেকে দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) নিয়ে যাওয়া হবে।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। তাকে দুদকের দায়ের করা একটি মামলায় আটক করা হয়।
হলি টাইম্স ডটকম/ ১৩মার্চ ২০১৪)