ঢাকা: আঞ্চলিক শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্ট- এশিয়া কাপ। আজ মঙ্গলবার বহুজাতিক এই টুর্নামেন্টটির ১২তম আসরের পর্দা উঠছে শ্যামল এই বাংলাদেশে। শ্রীলঙ্কা আর পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুপুর ২টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
১১টি ম্যাচ আর ১১ দিনের আসর এবারের এশিয়া কাপ। যাতে স্বাগতিক বাংলাদেশ, শক্তিশালী ভারত, অদম্য শ্রীলঙ্কা, অঅনুমেয় পাকিস্তান ও ক্রিকেটের রাজিসিং টাইগার আফগানিস্তান শিরোপার জন্য ঝাপাবে। তবে শ্রেষ্ঠত্ব দখলের এই লড়াইয়ে শীর্ষ চার দলই তাদের কিছু তারকা খেলোয়াড়কে মিস করবে।
ভারতের সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই চোটই এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছে মিস্টার কুলকে। ইনজুরি সমস্যার অন্তঃজালে শ্রীলঙ্কাও। লঙ্কানরা পাঁচ জাতির এই টুর্নামেন্টে পাবেন না তাদের অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা ও স্পিনার রঙ্গনা হেরাথের পরিসেবা। তাছাড়া এই টুর্নামেন্টটি মিস করতে পারেন ইনজুরিতে বাংলাদেশ সফরের মাথপথে দেশে ফেরা তিলকারত্মে দিলশানও।
পাকিস্তান ইনজুরির কারণে এশিয়া কাপের দলে রাখতে পারেনি পেসার মোহাম্মদ ইরফানকে। তবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার থেকে বাংলাদেশের সমস্যাটাই মনে হয় প্রকট। ইনজুরির কারণে যে বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল। তাছাড়া অভব্য আচরণ করায় প্রথম দুটি ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়া কাপে একমাত্র চোট মুক্ত দেশ আফগানিস্তান।