সাঈদীর আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু
ঢাকা: জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদ-াদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষে যুক্তি পেশ শুরু করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৮ মার্চ সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেন জামায়াতের এই শীর্ষ নেতা। ২৪ সেপ্টেম্বর আপিল আবেদনের শুনানি শুরু হয়। শুনানির ২৫তম দিনে আবেদনের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
বিদেশে অবস্থান করায় আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অনুপস্থিতিতে এডভোকেট এস এম শাহজাহান যুক্তিতর্ক উপস্থাপন করেন।
হলি টাইমস ডটকম/ ২৫ ফেব্রুয়ারি