Sun, Feb 16 2014 - 12:00:00 AM +06

তামাকজাত পণ্যেরে গায়ে ছবি সম্বলিত শতর্কবাণী বিধান অকার্যকর


News Image

হলি টাইমস রিপোর্ট, ঢাকা :

যুবক ও কিশোরদের  তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে দ্রুত সিগারেটসহ সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণীর বিধান বাস্তবায়ন জরুরি। ২০১৩ সালে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে ছবিসহ সতর্কবানী প্রদানের বিধান থাকলেও, এখনো সতর্কবানীর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে  চারুকলা ইনস্টিটিউট এর সামনে ডাব্লি¬উবিবি ট্রাস্ট, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন ও অরুণোদয়ের তরুণ দলের  উদ্যোগে “ অবিলম্বে সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী দেখতে চাই” শীর্ষক কর্মসূচীতে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। 
 
হেলাল আহমেদ বলেন, একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী। তামাকজাত দ্রব্যের মোড়কে স্বাস্থ্য ক্ষতির ছবি মানুষকে তামাক ব্যবহারে নিরৎসাহিত করবে। আর তাই কোম্পানিগুলো ছবিসহ সতর্কবানী বিষয়টি ঝুলিয়ে রাখতে, বিভ্রান্তকর প্রচারণা শুরু করেছে। সরকারকে তামাক কোম্পানির ভ্রান্ত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। 
 
এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, ছবিসহ সতর্কবানী প্রদানে বিষয়টি বাস্তবায়নে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা চুড়ান্ত জরুরি। সেই সাথে তামাকজাত দ্রব্যের মোড়কের ছবি চুড়ান্ত, আইন বাস্তবায়নে মনিটরিং কর্মকর্তা নিয়োগ ও দক্ষতা বৃদ্ধির মতো কার্যক্রমগুলোও স্বল্প সময়ে সম্পন্ন করতে হবে।   
 
প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদের সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সেক্রেটারি এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ইকো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার অনুতোষ চ্যাটার্জি, পরিবেশকর্মী সৈয়দ সাইফুল আলম, অরুণোদয়ের তরুণ দলের নির্বাহী পরিচাল শহিদুল ইসলাম বাবু, ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারি প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার রিনি, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সদস্য মো: শিথিল ও তামাক নিয়ন্ত্রণকর্মী ইমান উদ্দিন ইমন প্রমূখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারি নেটওয়ার্ক কর্মকর্তা আক্তারুজ্জামান স্বপন।