Tue, Mar 18 2025 - 1:55:43 PM +06

আজিজ খান রোড, নগর কর্তপক্ষের উপেক্ষিত  জনপথ!


News Image
মেগাসিটি ঢাকার প্রাণকেন্দ্র রাস্তায় বছরের পর পর  একটু বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পুরো এলাকার এলাকার মানুষকে নোংরা  পানি দিয়ে যাতায়াত করতে হয়। জলাবদ্ধতার কারণে নাগরিকদের সামাজিক ও ধর্মীয় কাজ নিয়মিত বাধাগ্রস্ত হয়।  এ সমস্যা নিয়ে বছরের পর বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নজরে আনলেও কর্তৃপক্ষ আশ্বাস ছাড়া কোন পদক্ষেপ নেয়নি।  বর্ষা ছাড়াও এ রাস্তায় নিয়মিত নর্দমার পানি উপচে পড়ে, যা নাগরিকদের ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।
 
আজিজ খান রোডটি রায়ের বাজারে অবস্থিত এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত। এ রাস্তার অপর পাশে হয়েছে দেশের বৃহত্তর কবরস্থান। এ রাস্তায় দুই পাশে ধরে থাকে হাজারো মানুষ। হাজার মানুষের জীবন জীবিকার জন্য ছুটে চলে এ রাস্তা ধরে। কিন্তু বৃষ্টিতে এ রাস্তায় নৌকা চলার অবস্থা হয়। শিশু, বৃদ্ধ, নারী পুরুষ সকলকেই এই রাস্তা ধরেই চলাচল করতে হয়। এ  রাস্তায় চলাচালীকারী  সৈয়দ শামছুল আলম বলেন, একটি মেগা শহরের ভিতরে একটি রাস্তা কিভাবে এমন হতে পারে তা কল্পনাতীত।  বৃষ্টির দিনে আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কখন পানি কমবে। কোন যানবাহন এ রাস্তায় আসতে চায় না।  জলাবদ্ধতার কারণে এখানকার মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে বলে, জানান তিনি। এলাকাবাসী  এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণে জন্য নগর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানায়।