Sun, Sep 1 2024 - 8:00:06 PM +06

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও নিবন্ধন বাতিলের রিট খারিজ


News Image

 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে গত ১৯শে অগাস্ট রিট করা হয়েছিল। এরপর গত ২৭শে অগাস্ট রিটের শুনানি করার পরে পরবর্তী শুনানির জন্য পহেলা সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল।

রোববার শুনানির সময় আদালত বলেন, রিটটি গ্রহণযোগ্য নয়। রিটটি সরাসরি খারিজ করা হলো।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ২৭শে অগাস্ট শুনানির সময় রিটটি খারিজ চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।

সেদিন এক সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান বলেছিলেন, সরকার কোনোভাবেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া সমর্থন করতে পারে না।

"দলের যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংগঠনের নিবন্ধন বাতিল করা যাবে না," বলেন তিনি।