Sat, May 25 2024 - 2:47:15 PM +06

কাপাসিয়া গবাদিপশুর ফ্রি চিকিৎসা,ওষুধ বিতরণ


News Image
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা সরসপুর মানবতা ঘরের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সার্বিক সহযোগিতায় গবাদিপশুর ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ মে) উপজেলা সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিকা প্রদান ও চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হয়।
সরসপুর মানবতার ঘরের সভাপতি মোঃ আসাদুজ্জামান ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি ।উদ্বোধক ছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মোঃ বাবু শেখ,বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রিজন, সাংগঠনিক সম্পাদক হাফেজ আল আমিন,৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,আনিস বেপারী, গুলজার ভূঁইয়া সহ স্বেচ্ছাসেবী ফোরামের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।