Wed, May 15 2024 - 12:56:50 PM +06

হামাসের গোপন আস্তানায় আইডিএফ’র যৌথ হামলা : নিহত ১০


News Image
 
আন্তর্জাতিক ডেস্ক : 
গাজার নুসিরাত এলাকায়  আন্তর্জাতিক  সংস্থা  ইউএনআরডব্লিউএ স্কুলের ভিতরে গোপন আস্তানা গড়ে তুলেছিল ফিলিস্তিনী স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি হামাস । 
ইসরাইলি সেনাবাহিনী  আইডিএফ এবং আইএসএ  ওই আস্তানায় যৌথ হামলা চালিয়েছে ।   যৌথ হামলায় হামাসের ১০ জন সশস্ত্র ব্যক্তি  নিহত হয়েছে বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে হামাস ওই স্কুলটিকে তাদের ঘাটি হিসেবে ব্যবহার করে  আসছে। সেখানে তারা  যুদ্ধের জন্য অস্ত্রের মজুদ করে তুলেছিল এবং ইসায়েলি বাহিনীর ওপর হামলার 
পরিকল্পনা করেছিল বলে আইডিএফ’র তরফে বলা হয়েছে।  
আইডিএফ’র এক ঘোষণায় বলা হয়েছে যে, আইডিএফ এবং আইএসএ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আইএএফ নুসিরাত এলাকায় একটি ইউএনআরডব্লিউএ স্কুলের ভিতরে  কেন্দ্রীয় হামাস ওয়ার রুম কমান্ডারদের উপর একটি সুনির্দিষ্ট হামলা চালায়। যুদ্ধ কক্ষটি হামাসের সামরিক শাখার সন্ত্রাসী কর্মীরা ব্যবহার করত।  বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য নিখুঁত এবং সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছিল।
 
সাম্প্রতিক সপ্তাহগুলিতে কেন্দ্রীয় গাজায় আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে একাধিক হামলার পরিকল্পনা করার জন্য সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধ কক্ষটি ব্যবহার করেছিল। ওয়ার রুমের ভিতরে অবস্থিত নুখবা সশস্ত্র গোষ্ঠি গত ৭ই অক্টোবরের গণহত্যায় অংশ নিয়েছিল এবং গাজা উপত্যকায় আইডিএফ সৈন্যদের উপর অতর্কিত  হামলা চালায়। IAF স্ট্রাইকে, গাজা উপত্যকায় সন্ত্রাসী সংগঠনের প্রায় 15 জন অপারেটিভকে নির্মূল করা হয়েছিল, যার মধ্যে 10 টিরও বেশি হামাসের অংশ ছিল।
 
হামাস ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিকল্পিতভাবে বেসামরিক জনসংখ্যা এবং প্রতিষ্ঠানকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে আসছে। এজন্য গাজায় যে যুদ্ধ চলছে তাতে অসংখ্য বেসামরিক মানুষের  মৃত্যু হয়েছে।