Tue, Dec 19 2023 - 1:50:19 PM +06

যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন গুলিস্তানে


News Image
গুলিস্তানে জিপিওর সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
এমন তথ্য জানিয়েছেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
 
তিনি বলেন, দুপুর একটার দিকে মালঞ্চ বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
 
তবে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।