Mon, Dec 18 2023 - 1:36:03 PM +06

৯৫ শতাংশ ভোট পেয়ে পাস করবো: মাহি


News Image
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, পরীক্ষা দেওয়ার আগে সবাই মনে করে আমি পাস করবো। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাস করবো। সোমবার (১৮ ডিসেম্বর) রাজশাহী-১ আসনের নির্বাচনী প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 মাহি বলেন, মানুষ আমাকে ট্রাক খাদে পড়ে যাবে বলে পচাবে। বলবে চাকা পাংচার হয়ে যাবে। তখন আমার প্রচারণা হবে। আমার মনে হয়েছে ট্রাকটা আমার জন্য বেস্ট।
 তিনি বলেন, আমার বিপরীতে যারা আছেন সবাই আমার প্রতিদ্বন্দ্বী। কেউ ছোট না। সবাই আমার থেকে বিজ্ঞ। তারা বছরের পর বছর রাজনীতি করছেন। তাদের বিপরীতে দাঁড়ানো এটা একটা দুঃসাহসের বিষয়।
 মাহি বলেন, আমি সেবক হতে চাই, শাসন করতে চাই না। আমার শক্তি হচ্ছে আপনারা (সাংবাদিক) আমার পাসে আছেন। আমি কাউকে ক্ষতি করার মন মানসিকতা রাখবো না। আমার বিশ্বাস প্রতিবারের মতো এবারের নির্বাচন ফেয়ার হবে। প্রশাসন অনেক তৎপর, তারা সার্বক্ষণিক মাঠে আছে। আমি যখনই বলছি ওখানে আমার একটু সমস্যা হচ্ছে তারা ছুটে এসেছে।