‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’-এর শুটিং চলাকালে স্টান্টম্যান জো ওয়াটস দুর্ঘটনার কবলে পড়েছিলেন। দুর্ঘটনায় তার ব্রেইন ইনজুরি হয়েছে এবং একাধিক হাড় ভেঙ্গেছে। জো ওয়াটস ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে ১.২ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছিলেন। সেই মামলার রায় ঘোষণা করা হয়েছে সম্প্রতি।
এই ঘটনায় ‘এফ নাইন’র প্রযোজকদের মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাজ্যের ‘হেলথ অ্যান্ড সেফটি’ আইন অনুসারে এই জরিমানা করেছে দেশটির আদালত। তদন্ত করে দেখা গেছে স্টান্টম্যানের স্টান্ট ভেস্টের লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এজন্যই দুর্ঘটনাটি ঘটে।
আদালতে বলা হয়েছে ‘ওয়াটের আঘাত তার জীবন পরিবর্তন করে দেয় এবং তার মৃত্যুও ঘটতে পারতো এতে। স্টান্টের কাজের ক্ষেত্রে শুধু পড়ে যাওয়া ঠেকানোই কাজ নয়, পড়ে গেলে আঘাত যেন কম হয় সেই বিষয়টিতেও সচেতন থাকা জরুরী।’
জো ওয়াটস ২৫ ফিট উপর থেকে পড়ে যান। সরাসরি মাথা দিয়ে পড়ে যাওয়ায় তার মাথার হাড় ভেঙ্গে যায় এবং এবং ব্রেইন আঘাত পায়। তার বেঁচে যাওয়াটাকে ‘মিরাকল’ বলছেন আদালতের বিচারক।
সূত্র: ভ্যারাইটি