Thu, Oct 19 2023 - 1:55:03 PM +06

বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে


News Image
বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দেয়া ৭২ ঘণ্টার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।