Tue, Oct 17 2023 - 1:22:47 PM +06

মা ও দুই সন্তানকে গলাকেটে হত্যা


News Image
মঙ্গলবার সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকার বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে থাকেন। বাড়িতে দুই ছেলেসহ তার স্ত্রী বসবাস করেন। সকালে কাজের মহিলা জেসমিন আক্তার (৩৫) দেখেন বাসার দরজা লাগানো। অনেক ডাকাডাকি করলেও দরজা কেউ খুলছিল না। পরে তিনি নিহতের জা খালেদা আক্তারের কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলেন। ঘরে ঢুকেই মেঝেতে মৃতদেহ দেখে চিৎকার দেন জেসমিন। পরে অন্যরা ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।