Tue, Sep 26 2023 - 10:50:38 AM +06

প্রেমিকার ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা


News Image
রাজধানীর হাজারীবাগে প্রেমিকার ওপর অভিমান করে কীটনাশক পানে আসিফ (২৪) নামে এক যুবকের আত্মহত্যার খবর মিলেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। জুয়েল নামে আসিফের এক স্বজন জানান, আসিফ বুটিকের কাজ করতেন। বেশ কিছুদিন ধরে এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। আজ সকালের দিকে মোবাইলে তাদের দুজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে একপর্যায়ে নিজের রুমে গিয়ে কীটনাশক পান করেন আসিফ। অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আসিফের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুরে। বর্তমানে হাজারীবাগের কাজিরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।