Sat, Sep 2 2023 - 1:44:58 PM +06

বিদায়: সপ্তিকা চক্রবর্তী


News Image
বিদায়
আজকে বেঁচে আছি মানবে,কালকেই ভাগ্য কোথা যায়, কোন সে অজানায়?
সময় কখন ডাকবে হায়,আয়রে এবার চলে আয়,বেলা 
যে গড়ায়।
কতো মায়ার স্মৃতি হেথা,শেষ বিদায়ে ঝড়ে কথা,জীবন সীমানায়,
এক সেকেন্ডের ব্যাবধানে,বিধির লেখা সেই বিধানে, সবাই চলে যায়।
আসার সময় মায়ের গর্ভে দশমাস আগে জানে সবে,আসছি দুনিয়ায়,
যাবার সময় কেন তবে ,জানলো না তো কেউ যে ভবে,কখন চলে যায়?
ধরার পরে আপন যারা,ভালবাসায় আত্মহারা,প্রানেরই মায়ায়,
মমতার টান যায় কি ভোলা,ফুলেই সাজে শয়ন দোলা,
শেষেরই বিদায়।