Wed, Aug 16 2023 - 12:33:45 PM +06

ডলারের আধিপত্য কি হুমকির মুখে?


News Image
কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক অস্থিরতা। করোনাভাইরাস মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। এতে বিভিন্ন দেশে বাড়ছে মূল্যস্ফীতি। ফলে টালমাটাল অবস্থায় রয়েছে এসব দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন অনেকে।
অর্থনীতি বিষয়ক বিখ্যাত বই ‘রিচ ড্যাড পুওর ড্যাড’-এর লেখক রবার্ট কিয়োসাকিও এমন আশঙ্কা করেছেন।
তিনি বলেছেন, “অর্থনৈতিক মন্দার সৃষ্টি হলে স্বর্ণ, রুপা ও বিটকয়েনের দাম ব্যাপক বৃদ্ধি পাবে।”
কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম ‘কিটকো’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, “গত সোমবার একাধিক টুইট বার্তায় কিয়োসাকি বলেন- শেয়ারবাজার ও বন্ড মার্কেটে অস্থিরতা দেখা দিলে স্বর্ণ ও রুপা ব্যাপক ঊর্ধ্বমুখী হবে। অর্থনীতির জন্য যা দুঃসংবাদ।”
তিনি মনে করেন, “শুধু স্বর্ণ নয়, এখন রুপায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা ভালো হবে। রুপার দাম বহু গুণ কম। এতে লোকসানের আশঙ্কাও কম থাকে।”
বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯০২ ডলার ২৩ সেন্টে। আর রুপা বিকোচ্ছে ২২ ডলার ৫১ সেন্টে। স্বর্ণের চেয়ে তা ৮৪ দশমিক ৫ গুণ কম। 
গত জুলাইয়ে এক টুইটে কিয়োসাকি জানান, “যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের পতন আসন্ন। কারণ, শিগগিরই স্বর্ণ সহায়ক মুদ্রা আনতে পারে ব্রিকস।”
 
ব্রিকস হল শিল্পোন্নত দেশ- রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত একটি জোট। চলতি মাসের শেষদিকে জোনেসবার্গে বৈঠকে বসবে তারা। সেখানেই এই ঘোষণা আসতে পারে।
 
 
এর আগে ৩ জুলাই কেনিয়ায় রুশ দূতাবাস এক টুইটে জানায়, আসন্ন সম্মেলনে স্বর্ণ সহায়ক মুদ্রা চালু করার প্রস্তুতি নিচ্ছে ব্রিকস। এর সদস্যভুক্ত দেশগুলো সেই পরিকল্পনাই করছে।
 
 
তবে তিনি বলেন, “ডলার কেন্দ্রীক বিশ্বের দিন শেষ। এটা বাস্তবতা। ব্রিকসের দেশগুলো মার্কিন মুদ্রা ব্যবহার থেকে দূরে সরে আসতে চাচ্ছে। কারণ, ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এতে বিলিয়ন ডলারের রুশ সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। অদূর ভবিষ্যতে এ ধরনের সংকটের মুখোমুখি হতে চায় না বিশ্বের অন্য দেশগুলো।”