Sun, Jul 30 2023 - 4:18:59 PM +06

মানবপাচার নির্মূলে অংশীদারিত্ব অব্যাহত রাখার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের


News Image
মানবপাচার নির্মূলে সরকার ও নাগরিক সমাজের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।রোববার (৩০ জুলাই) বিশ্ব মানবপাচার বিরোধী দিবস নিয়ে এক বার্তায় এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত।
পিটার হাস বলেন, বাংলাদেশ সরকার মানবপাচার নির্মূলের মানদণ্ড পূরণে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানবপাচার নির্মূলে সরকার ও নাগরিক সমাজ উভয়ের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ৩০ জুলাই বিশ্ব মানবপাচার বিরোধী দিবস। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর ৩০ জুলাই বিশ্ব মানবপাচার বিরোধী দিবস হিসেবে সারা বিশ্বে পালন করার সিদ্ধান্ত হয়।