Sat, Jul 29 2023 - 11:50:19 AM +06

ইরানের সঙ্গে বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় তুরস্ক


News Image
ইরানের সঙ্গে তুরস্কের বার্ষিক বাণিজ্যিক লেনদেন ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করার গভীর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। 
তিনি বলেছেন, এর আগে দু’দেশ ৩০ বিলিয়ন ডলার বাণিজ্যের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার আঙ্কারায় নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ হাসান হাবিবুল্লাহজাদেহ তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
এরদোগান বলেন, ইরান ও তুরস্ক তাদের সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন বহুগুণে বাড়াতে পারে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ ও ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা দরকার। 
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার দেশের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অচিরেই প্রেসিডেন্ট রায়িসির জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে তেহরান সফরে যাবেন।
সাক্ষাতে ইরানি রাষ্ট্রদূত তুরস্কের সঙ্গে সকল ক্ষেত্রে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে করেন।
 
সূত্র : আনাদোলু এজেন্সি।