Wed, Jun 14 2023 - 3:35:42 PM +06

চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু


News Image
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম মোছা. সোনিয়া আক্তার (৩০)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হলো।বুধবার (১৪ জুন) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
গত শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা বার্নের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম জানান, ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে সোনিয়া আক্তার নামে আরও একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।তিনি জানান, এ ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মোহাম্মদ টুটুল ও মেহজাবিন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।এ বিস্ফোরণের ঘটনায় এর আগে আব্দুস সালাম ও বুলবুলি বেগম নামের দগ্ধ দুজন মারা যান।