Tue, Apr 18 2023 - 1:17:43 PM +06

শেখ হাসিনার গাড়িবহরে হামলা,সাবেক এমপিসহ চারজনের যাবজ্জীবন ও ৪৪ জনের কারাদণ্ড


News Image
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা দুটি মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও ৪৪ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল আদালতে এ রায় ঘোষণা করেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ সংবাদ সাধ্যমকে বিষয়টি  নিশ্চিত করেছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন তালা-কলারোয়া আসনে দুইবারের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনজু ও বিএনপি নেতা রিপন। এছাড়া পলাতক ও জামিনে মুক্তসহ ৪৪ জন আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, মামলার ৫০ জন আসামির মধ্যে ৩৭ জনকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মিজানুর রহমান পিন্টু, আব্দুল মজিদ(২) এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা পারভিন বকুল।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের পিপি আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু ও আইনজীবী আব্দুস সামাদ।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপিকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ করেছে। পুলিশ বিক্ষোভ থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক চন্দনসহ চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জজ কোর্টের পিপি আব্দুল লতিফ সংবাদ মাধ্যমকে বলেন, সাতক্ষীরার ইতিহাসে এটি একটি যুগান্তকারী রায়।