Wed, Apr 12 2023 - 12:52:22 PM +06

’পুষ্পা 2’ তেও ’উ অন্তভা’ গানের ঝড় তুলতে পারে সামান্তা


News Image

৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ— এ যেন এক অচেনা অল্লু। তবে প্রথম পোস্টার মুক্তির পর থেকে বিভিন্ন মহলে জল্পনা, গত বারের মতো এ বারও সামান্থার নাচে ঘায়েল হবে আসমুদ্রহিমাচল।

‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির সাফল্যে বড় ভূমিকা পালন করেছে ‘উ অন্তভা’ গানটি। শুধু গানের কথা বা সুর নয়, দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর নাচের আবেদনে উত্তাল কাশ্মীর থেকে কন্যাকুমারী। এর আগে নিজের কেরিয়ারে কোনও দিনও আইটেম নম্বর করতে দেখা যায়নি তাঁকে। এই গানের মাধ্যমেই আইটেমে হাতেখড়ি সামান্থার। তাতেই কেল্লাফতে। স্বাভাবিক ভাবেই আশায় রয়েছেন দর্শক, তা হলে কি ফের সামান্থাকে দেখা যাবে এই ছবির দ্বিতীয় ভাগে? ছবির সুরকার ডিএসপি উস্কে দেন জল্পনা। অবশেষে মুখ খুললেন সামান্থা।