ভিয়ারিয়াল ও বার্সেলোনার ম্যাচ মানেই যেন গোলের নিশ্চয়তা। গোল উৎসব হলো আবারও। ম্যাচের শুরুর দিকেই জোড়া গোল করল বার্সেলোনা। প্রথমার্ধেই সমতা ফেরাল ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়েও গেল তারা। একের পর এক আক্রমণে তাদের রক্ষণের পরীক্ষা নেওয়া বার্সেলোনা আবার জোড়া গোল করে জিতল রোমাঞ্চকর লড়াইয়ে। ভিয়ারিয়ালের মাঠে লা লিগার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে শাভি এর্নান্দেসের দল। গাভি ও ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। হুয়ান ফয়থ, আলেকজান্ডার সরলথ ও আলেক্স বায়েনার গোলে এক পর্যায়ে ৩-২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল।
সৌদি আরবে চলছে ফুটবলের নতুন এক বিপ্লব। গত ডিসেম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। বড় কোনো তারকা হিসেবে তিনিই প্রথম সৌদি লিগের দল আল-নাসরে যোগ দেন। এরপর ইউরোপিয়ান ফুটবলের প্রতিযোগিতার বাজার ছেড়ে এখন এশিয়ান দেশটিতে পাড়ি জমাচ্ছেন অনেক তারকা খেলোয়াড়রাই। শুরুতে তুলনামূলক বয়স্ক খেলোয়াড়দের দলে ভেড়ালেও বর্তমানে অনেক তরুণ এবং পরীক্ষিত তারকারাও পাড়ি জমাচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাবগুলোতে। যার সবশেষ সংযোজন ব্রাজিলের নেইমার জুনিয়র। নেইমার নিজেও জানালেন, তার সৌদি আসার পেছনেও প্রভাব আছে সেই দলবদলের।
২০০৩ সালের পর থেকে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের অবনতি হয়। যে কারণে দুই দশকের বেশি সময় ধরে দুই দলের টেস্ট লড়াই দেখা যায় না। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতি হয়েছে। যে কারণে আবারও দেখা যাবে দুই দেশের দ্বিপক্ষীয় লড়াই।২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে ইংলিশরা। চার দিনের এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মে মাসে। ওই বছরের ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির এখনো ভেন্যু নির্ধারিত হয়নি।