Contact For add

Sun, Aug 31 2014 - 12:00:00 AM +06 প্রচ্ছদ >> জাতীয়

দেশ ছাড়তে এক মাসের আল্টিমেটাম জ্যোতি বসুর পরিবারকে

দেশ ছাড়তে এক মাসের আল্টিমেটাম  জ্যোতি বসুর পরিবারকে

জীবন বাঁচাতে দেশ ছাড়তে হবে বলে জানালেন মাগুরার জ্যোতি রঞ্জন বসুর পরিবার। হুমকির মধ্যদিয়ে কাটছে তাদের প্রতিটি দিন। জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে তাদের। ভূমি দস্যুরা এক মাসের সময় দিয়েছে। চলে না গেলে জীবনে মেরে ফেলার আলটিমেটাম দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক : মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক জ্যোতি রঞ্জন বসু। মহম্মদপুর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে দীঘা ইউনিয়নে পাল্লা গ্রামটির অবস্থান। সদর থেকে এই গ্রামে যাওয়ার তেমন ভালো কোন রাস্তা নেই। মধুমতি নদীর তীরে নির্মিত বেঁড়িবাধই এখানে চলাচলের একমাত্র মাধ্যম। পুরো গ্রামে ২/৩টি সংখ্যালঘু পরিবারের একটি এই বসু পরিবার। জ্যোতি রঞ্জন বসুর স্ত্রী অর্চনা বসু (৬০) বলেন, ‘৭১ সালে যুদ্ধের সময় রাজাকারদের ভয়েও জীবন বাঁচাতে দেশ ছাড়িনি। এখন কাদের ভয়ে জীবন বাঁচাতে ভারতে যেতে হবে ? ভুমি দস্যুরা আমাদের দেড় একর জমি দখলে নিয়েছে। এখন পুরো সম্পত্তি দখল করাই তাদের উদ্দেশ্য। এ জন্য তারা বিভিন্ন সময়ে নানা অজুহাতে আমাদের মারপিঠ, বাড়িতে চুরি-ডাকাতিসহ নানা ধরনের নির্যাতন অব্যাহত রেখেছে।’ ‘নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় আমাদের পাশে কেউ নেই। সাংবাদিক এসেছে ওরা জানতে পারলে আমাদের মেরে ফেলবে।’ বলেই ঝরঝরকেঁদে ফেলেন বয়োবৃদ্ধ অর্চনা বসু। চোখমুখে তারমুখে তার আতঙ্কের ছাপ। শাড়ির আঁচলে চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলে তিনি জানান, গত ২৩ আগস্ট শনিবার বিকেলে ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পার্শ্ববর্তী কোমরপুর গ্রামের এলাকায় চোর হিসেবে পরিচিত হাসিব নামে এক যুবক তার লোকজন নিয়ে আকস্মিকভাবে ঘরে ঢুকে তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে বীরদর্পে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, এক মাসের মধ্যে ভারতে চলে যাবি নইলে জীবনে মেরে ফেলবো। এ ছাড়াও কিছুদিন আগে বাড়িতে একটি চুরির ঘটনার প্রতিবাদ করায় তারা জ্যোতি রঞ্জন বসুকে কুপিয়ে জখম করে। তাকে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলাও রয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতের খোঁজ খবর নেন এবং বিচারেরও আশ্বাস দেন। বসু পরিবার জানায়, গত চার দলীয় জোট সরকারের সময়ে বিএনপি নেতা আজিজুর রহমান ধলা ১ একর ১৭ শতক জমি দখল করে নিয়েছে। এছাড়া দিঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ছত্র ছায়ায় গ্রামের মৃত ইউছুফ মোল্যার পুত্র জহুর মোল্যা, হাসিবসহ একদল সন্ত্রাসী সম্পত্তির জবর-দখলের জন্য দীর্ঘদিন থেকে তাদের উপর বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। বসু পরিবার একটি সম্মানীয় পরিবার। জ্যোতি রঞ্জন বসুর ঠাকুরদা জটাধর বসু ছিলেন বৃটিশ পুলিশের ইন্সেপেক্টর। বাবা কৃষ্ণ রঞ্জিত বসুর উত্তোরাধিকার হিসাবে ৪ ভাই রঞ্জিত বসু, মনোজ বসু, জ্যোতি বসু ও প্রীতি বসু বড় হয়েছেন মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামে। ১৯৯৫ সালে এলাকার চিহ্নিত একটি সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণ আদায়ের জন্য প্রীতি বসুকে অপহরণ করে। পরে এক লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার পর প্রাণভয়ে সে ভারত চলে যায়। এর আগে রঞ্জিত বসু এবং মনোজ বসুও চলে যায়। এখন জ্যোতি রঞ্জন বসু ও তার স্ত্রী-পুত্র কয়েক পুরুষের ভিটা আগলে রেখেছেন। তাদের ৩ ছেলে ও ২ মেয়ে। বড় ছেলে ধৃতি রঞ্জন বসু অর্থ মন্ত্রণালয়ে, দ্বিতীয় ছেলে শ্রীমন্ত রঞ্জন বসু ব্র্যাক ঢাকা বিভাগের অডিটর হিসাবে কর্মরত। তৃতীয় ছেলে বিনায়ক রঞ্জন বসু সরকারী হোমিও মেডিকেল কলেজ থেকে বিএইচএমএস পাশ করেছেন। মেয়েদের মধ্যে বড় মেয়ে চামেলী বসু ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক। ছোট মেয়ে চন্দ্রা বসু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মার্ষ্টাসে ফার্স্ট ক্লাস ও একই বিষয়ে এমফিলে প্রথম বিভাগে প্রথম হন। এদের কেউই নিরাপত্তাহীনতার কারণে গ্রামে আসেন না। জ্যোতি রঞ্জন বসু জানান, বর্তমানে সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ভাই জহুর তার ২৬ শতক জমি দখল করার জন্য ওই জমিতে জোর পূর্বক ঘর তুলেছে। এ বিষয়ে পুলিশকে জানাতে গেলে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের মেরে ফেলার হুমকী দেয়। তাদের স্বামী-স্ত্রী দু’জনকে এখান থেকে তাড়াতে পারলেই এ জমির দখল নিতে পারবে ভেবে দীর্ঘদিন থেকে তারা এ অত্যাচার ও নির্যাতন করে আসছে। গত ২৩ আগষ্ট শনিবার বিকেলে আক্রমন করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। নিরুপায় হয়ে আমি থানায় মামলা দায়ের করি। পুলিশ আক্রমনের নায়ক হাসিবকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। তবে তার লোকজন আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকী প্রদান করে চলছে। হাসিব ছাড়া পেলে জানি না কপালে কি আছে। তবে এ বিষয়ে দিঘা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, তাকেসহ বিএনপি নেতা আজিজুর রহমান ধলা মিয়াকে জড়িয়ে জ্যোতি রঞ্জন বসুর জমি দখলের যে বিষয়টি বলা হচ্ছে তা সম্পূর্ণরুপে মিথ্যা ও বানোয়াট। জ্যোতি রঞ্জন বসুর পরিবারকে তারা বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করে আসছে। তাদের উপর অত্যাচার-নির্যাতনের প্রশ্নই আসেনা। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ২৩ আগস্টের হামলার পর অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া তাদের পরিবারের সম্পত্তি রক্ষাসহ যথাযথ নিরাপত্তা ও আইনী সহায়তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। -



Comments

Place for Advertizement
Add